চরিত্রঃ
চরিত্রঃ
(১| কথাবার্তায় কর্কশ হবেন না। (০৩ঃ১৫৯)
(২| অন্যের সাথে ভালো ব্যবহার করুন। (০৪ঃ ৩৬)
(৩| রাগকে নিয়ন্ত্রণ করুন (০৩ঃ১৩৪)।
(৪| লোকদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলুন। (২০ঃ ৪৪)
(৫| উচ্চস্বরে কথা বলবেন না। (৩১ঃ ১৯)
(৬| অন্যকে উপহাস করবেন না (৪৯ঃ ১১)
(৭| অহংকার করবেন না। (০৭ঃ ১৩)
(৮| অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করুন (০৭ঃ ১৯৯)
(৯| খান এবং পান করুন; তবে অপচয় করবেন না। (০৭ঃ ৩১)
(১০| বিশুদ্ধতাকে আঁকড়ে ধরুন। (০৯ঃ ১০৮)
(১১| কৃপণ হবেন না । (০৪ঃ ৩৭)
(১২| অন্তরে পরশ্রীকাতরতা পুষে রাখবেন না। (০৪ঃ ৫৪)
(১৩| যে বিষয়ে জ্ঞান আপনার জ্ঞান নাই, সে বিষয়ে কারও পিছু লাগবেন না। (১৭ঃ ৩৬)
(১৪| নিরর্থক কাজ থেকে দূরে থাকুন। (২৩ঃ ০৩)
(১৫| জমিনে নম্রভাবে চলাফেরা করুন। (২৫ঃ ৬৩)
(১৬| পৃথিবীতে আপনার অংশকে অবহেলা করবেন না। (২৮ঃ ৭৭)
(১৭| সর্বোত্তম মানুষ হওয়ার লড়াই করুন। (৪৯ঃ ১৩)
(১৮| জ্ঞান অন্বেষণে ব্যাপৃত হোন। ( ৫৮ঃ ১১)
(১৯| লোভ থেকে নিজেকে বাঁচান। (৬৪ঃ ১৬)
Comments
Post a Comment